মান্দা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মান্দা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

মান্দায় ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ

মান্দায় ইউএনওর অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ

 


মহসিন রেজা :

নওগাঁর মান্দায় ত’বাজারে জায়গা না পেয়ে ইউএনও কার্যালয়ের সামনে সবজির দোকান বসিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা। আজ রোববার উপজেলা সদর প্রসাদপুর হাটের নির্ধারিত স্থানে দোকান বসাতে না পেরে খেতের উৎপাদিত সবজি নিয়ে এই অভিনব প্রতিবাদ জানান তারা।

এদিকে কৃষকদের দাবীর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।  

প্রান্তিক কৃষকদের অভিযোগ, নির্ধারিত ত’বাজার দখল করে রেখেছে সবজি বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট। তারা চড়া মূল্যে বিভিন্ন সবজি প্রত্যেক ব্যবসায়ী অভিন্ন দামে বিক্রি করেন ভোক্তাদের কাছে। এজন্য গড়ে তোলা হয়েছে কথিত একটি সমিতি। এই সমিতির কর্তাব্যক্তিরা বাজার শুরুর আগেই প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে থাকে। এতে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা।

কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিভিন্ন ধরণের সবজি খেত থেকে তুলে খুচরা বিক্রি জন্য প্রসাদপুর হাটে নিয়ে আসা হয়। এসব সবজি ব্যবসায়ীদের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন তারা। কৃষকের সবজি হাটে থাকা অবস্থায় ব্যবসায়ীদের বেচাকেনা কমে যায়। এ কারণে ত’বাজারে আমাদের দোকান করতে দেওয়া হয় না। আজ রোববার থেকে একেবারেই উচ্ছেদ করা হয়েছে।’

আরেক কৃষক মাজেদ আলী মোল্লা বলেন, ‘ত’বাজার থেকে দফায় দফায় আমাদের উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এতদিন দোকান করে আসছি। আজ থেকে সেই জায়গা আর নেই। খেতের পণ্য বিক্রি করার জন্য প্রশাসনের কাছে আমরা স্থায়ী জায়গার দাবী করছি।’  

ভোক্তা সাহাদত হোসেন বলেন, প্রসাদপুর বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। এতে ভোক্তাদের বরাবরই চড়া মূল্যে সবজি কিনতে হয়।

প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুর বলেন, ‘প্রসাদপুর হাটে সিন্ডিকেট করে সবজি বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রান্তিক চাষিদের স্বার্থ রক্ষায় হাটে দোকান বসানোর জায়গা বন্দোবস্তের জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা করছি।’

প্রসাদপুর তরকারি বাজারের কথিত সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ত’বাজারে জায়গার সংকট রয়েছে। সবাইকে দোকান বসার জায়গা করে দেওয়া সম্ভব হয় না। কৃষকদের উচ্ছেদ করার অভিযোগ সঠিক নয়।  

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, বিষযটি অবহিত হয়ে এসি ল্যাণ্ডকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মান্দায় ৩১ দফার প্রচারের লক্ষ্যে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করেন, ডা,ইকরামুল বারী টিপু

মান্দায় ৩১ দফার প্রচারের লক্ষ্যে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করেন, ডা,ইকরামুল বারী টিপু

মহসিন রেজা :

নওগাঁর মান্দায় ৩১দফার প্রচারের লক্ষ্যে আজ বিকেলে কালিকাপুর বাজারের পাশে কিন্ডারগার্ডেন মাঠ এলাকায় মহিলাদের সাথে উঠান বৈঠক করেন,  মান্দা উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা ইকরামুল বারী টিপু,  রাষ্ট্র কাঠমো মেরামতে বিএনপি'র ৩১ দফার সংস্কার প্রস্তাব নির্বাচনের পর বিএনপি বাস্তবায়ন করবে, এজন্য অন্তর্বর্তী সরকারের কালক্ষেপণ করা যুক্তিযুক্ত নয়।বরং দ্রুত কিছু সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে।

সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত দুই

 


মহসিন রেজা :

নওগাঁর  মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মজিবর রহমান। তিনি দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পালপাড়া এলাকার গৌতম দে’র ছেলে শুভ এবং  নজিপুর সদরের নিত্যগোপাল কর্মকারের ছেলে লাল কর্মকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য নিহত মজিবর রহমান বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে একটি মোটরসাইকেলে বাসস্ট্যাণ্ডে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠা মাত্রই ফেরিঘাটের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অন্যদিকে একটি মোটরসাইকেলে আহত শুভ দে ও লাল কর্মকার রাজশাহী থেকে নিজ এলাকা নজিপুরে ফিরছিলেন। পথে উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে শুভ দে’র একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মান্দা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

 মান্দায়   বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

মান্দায় বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ



  ​​​​​​​মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মানদায় এক সময় গ্রামবাংলার স্বাভাবিক চিত্র ছিল গরু দিয়ে হাল চাষ। আধুনিকতার ছোঁয়ায় এখন বিলুপ্তির পথে এই পদ্ধতি। হালচাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। অথচ দুই যুগ আগেও নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হালচাষ করে সংসারের ব্যয়ভার বহন করত দরিদ্র মানুষ।

কাক ডাকা ভোরে কৃষক গরু, মহিষ, লাঙল, জোয়াল নিয়ে বেরিয়ে পড়ছেন। এ দৃশ্য এখন আর চোখে পড়ে না। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলার চলে আসছে।


মান্দা  উপজেলা বিলীন হওয়ার পথে এই পদ্ধতি। গরু দিয়ে জমি চাষ ঐতিহ্যবাহী ও একটি সনাতন পদ্ধতি হলেও এর অনেক উপকারীতাও ছিল। কারণ লাঙলের ফলা জমির অনেক গভীর অংশ পর্যন্ত আলগা করতো। গরুর পায়ের কারণে জমিতে কাদা হতো অনেক এবং গরুর গোবর জমিতে পড়ে জমির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি করতো।

 মান্দা উপজেলার ১১ নং কালিকাপুর  ইউনিয়নে গিয়ে দেখা গেছে পেশা হিসেবে নেওয়া মোসলেম উদ্দিন    নামের একজন কৃষক জমিতে গরু দিয়ে হালচাষ করছেন। 

তারা জানান, ছোটবেলা থেকে হাল চাষের কাজ করে আসছি। হালচাষের জন্য দরকার এক জোড়া গরু, কাঠ আর লোহার সমন্বয়ে তৈরি লাঙ্গল, জোয়াল, মই, পান্টি, গরুর মুখের লাগাম ইত্যাদি। গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হয়, ফসল ভালো হয় এবং জমির উর্বরতা বাড়ে।

 কৃষক দুলাল  ইসলাম বলেন, অনেকের জীবনের সিংহভাগ সময় কেটেছে চাষের লাঙ্গল জোয়াল আর গরুর পালের সঙ্গে। গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম হতো, হালচাষ করার সময় গরুর গোবর সেই জমিতেই পড়ত। এতে করে জমিতে অনেক জৈব সার হতো, এ জন্য ফসলও ভালো হতো।


উপজেলা কৃষি কর্মকর্তা সাইলা  শারমিন  বলেন, কৃষিতে শ্রমিকের ঘাটতি নিরসনে এবং দেশের কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার জন্যই কৃষিকে যান্ত্রিকীকরণ করা হয়েছে। এক সময় গরু ও লাঙ্গল দিয়ে হালচাষ করা হলেও এখন প্রায় অধিকাংশ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে। কৃষকদের জমি প্রস্তুত থেকে শুরু করে ধান প্যাকেটজাত করণের সকল কাজই অত্যাধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে সহজ ও দ্রুততার সঙ্গে হচ্ছে


শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

 মান্দায় প্রসাদপুর ইউনিয়নে যুবদলের   কর্মি সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় প্রসাদপুর ইউনিয়নে যুবদলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত



মহসিন রেজা ঃ

 নওগাঁর মান্দায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে জাতীয়তাবাদী যুবদল  প্রসাদপুর ইউনিয়নে  কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  বিকেলে  গোটগাড়ি   ইউনিয়ন পরিষদের হলরুমে  ৭নং প্রসাদপুর  ইউনিয়নের যুবদলের সভাপতি সাব্বির রহমান এর সভাপতিত্বে এই কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,  উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম ।

উক্ত  অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল ।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিতি ছিলেন , আব্দুল মালেক, এনামুল হক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা , ওবায়দুল ইসলাম,    প্রমুখ ।