খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় শিক্ষার্থীদের জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নওগাঁয় শিক্ষার্থীদের জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 


মহসিন রেজা :

 নওগাঁয় জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে জেলার এটিএম মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা ককর্মকর্তা (অতি. দা.) মোহা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহা. নাজমুল হোসাইনের সঞ্চালনায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পর বাকি সময় খেলাধুলা করলে ভিডিও গেমস এর প্রতি আসক্তি এবং কিশোর গ্যাং এর সাথে সংপৃক্ত হয়ে বিভিন্নভাবে অপরাধে জড়িয়ে পরার প্রবণতা চলে যাবে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

পরে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত সকল প্রতিযোগীদের শুভকামনা জানিয়ে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মান্দায় ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

মান্দায় ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

মহসিন রেজা :

নওগাঁর মান্দায় "ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল-যুবরাই লড়বে,সোনার বাংলা গড়বে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ১দিনব্যাপী ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৃষি ব্যাংকের সামনে এ খেলার আয়োজন করা হয়। 

ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকম ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজনে এই খেলায় ২৪ দল অংশ গ্রহণ করেন।

ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকম ব্যাটমিন্টন টুর্নামেন্টের সভাপতি মাইনুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, প্রত্যাশা মোবাইল এ্যান্ড  আতর হাউজের স্বত্তাধিকারী আব্দুর রহিম,প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আকতারুজ্জামান,ইলেকট্রনিক্স এ্যান্ড ব্যাটমিন্টন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মান্দায়  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মান্দায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহসিন রেজা :


নওগাঁর মান্দায় স্মৃতি যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্বের খেলার পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে মান্দা  উপজেলায়  রবিবার   বিকেলে ঠাকুর মান্দা মাঠে   অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল । সভাপতিত্ব করেন ইমরান আলী মন্ডল সহকারী শিক্ষক । স্মৃতি  যুব উন্নয়ন ক্লাব এর  আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহা উৎসবের উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছ ।


খেলার মাঠে ফুটবল প্রেমীদের ভিড় জমাতে শুরু করে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গন ইতোমধ্যেই উৎসাহে মুখরিত। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করেন। ঠাকুর মান্দা মাঠে   আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে বল করছেন সাকিব আল হাসান

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে বল করছেন সাকিব আল হাসান

 




খেলা ডেস্কঃ

ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।


ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তাঁর অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট।

তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর। এরপর গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, যেখানে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে। তবে তাঁর কনুই কত ডিগ্রি বাঁকা হয়েছে, তা জানা যায়নি।

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই।