বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

কবিতা

কবিতা





  নীল পরী

        রোকনুজ্জামান নোমান


হয়নি কথা, না হয়েছে দর্শন

প্রতিনিয়ত বাড়ছে তব আকাঙ্ক্ষার বর্ষণ।


তোমারি তরে পাশরি সবই

আর ভাবনাতে যেন মরি,

সাধ জাগে বড়ই জানতে, কে তুমি নীল পরী।


ওগো সুন্দরী ললনা তুমি

হাজার রীতিতে বদ্ধ,

রীতি যদি না থাকিত, 'লইতে তোমায়' বাধিয়ে দিতাম যুদ্ধ।


কবিতার কথা বুঝা বড় দায়

লিখছি প্রেমিক বেশে,

"পরী" শীতল একটু ছায়া তুমি রৌদ্র পথের শেষে,


উড়োভাবে পাঠিয়ে দিলাম মোর এই কবিতাখানি, লইবে যবে কপোতের দ্বারে বাড়িয়ে দিও পাণি।



মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

 প্রথম বারের মত মান্দার প্রণয় কুমার  জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম,

প্রথম বারের মত মান্দার প্রণয় কুমার জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম,


মহসিন রেজা :

জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রণয় কুমার ঘোষ।

গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচা ঢাকায় আয়োজিত প্রতিযোগিতায় সাধারণ ও লোকনৃত্যে প্রনয় ঘোষ প্রথম স্থান অধিকার করে। নিক্কণ শিল্পগোষ্ঠী রাজশাহীর হয়ে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ লোকসংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মিনা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য, সংগীত ও আবৃতি বিভাগের পরিচালক মেহেজাবিন রহমান ও নৃত্যগুরু হাসিব পান্না।

বিজয়ী নৃত্যশিল্পী প্রণয় কুমার ঘোষ মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ডলি রানী সরকারের ছেলে

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

অপূর্ব–ফারিণদের দুর্ঘটনার খবর জানালেন পরিচালক

অপূর্ব–ফারিণদের দুর্ঘটনার খবর জানালেন পরিচালক


বিনোদনঃ


 ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পরিচালক কাজল আরেফিন বানাচ্ছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। গেল মাস থেকে এই ওয়েব ফিল্মের শুটিং চলছে। আজ শুক্রবার দুপুরে পরিচালক জানালেন, দুসংবাদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, তাঁর এই ওয়েব ফিল্মের তিনজন গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী দুর্ঘটনায় আহত হয়েছেন। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।  


আজ শুক্রবার দুপুরে পরিচালক কাজল আরেফিন এক ফেসবুক পোস্টে দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি জানান। তবে ঘটনা কোথায় এবং কোন হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি। কাজল আরেফিন জানালেন, অপূর্ব, ফারিণ ও পাভেল—হাউ সুইট ওয়েব ফিল্মের এই তিনজন অভিনয়শিল্পী আহত হয়েছেন।পরিচালক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের হাউ সুইট–এর একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় পড়ে। শুটিংয়ের সময় স্কুটি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অপূর্ব ভাই, তাসনিয়া ফারিণ ও পাভেল কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে নিলে, ডাক্তার নিশ্চিত করেন তাঁদের বড় ধরনের ক্ষতি হয়নি। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব।’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে আলোচনায় আসেন পরিচালক কাজল আরেফিন। এই নির্মাতার যেকোনো কনটেন্ট প্রকাশের পরই ভার্চ্যুয়াল মাধ্যমে চলে আলোচনা। প্রকাশের পরই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউর মাইলফলক অতিক্রম করে। এদিকে বেশ কিছুদিন ধরে এই নির্মাতার সিনেমা বানানোর কথাও চাউর হচ্ছিল। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা না বানালেও ওয়েব সিনেমা বানিয়ে হাত পাকাচ্ছেন এই পরিচালক।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে নিয়ে এর আগেও কনটেন্ট বানিয়েছেন কাজল আরেফিন। তবে ওয়েব ফিল্ম এবারই প্রথম, তা–ও বেশ কিছুদিন পর। তাসনিয়া ফারিণও এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ঢাকার গুলশানের একটি হোটেলে অপূর্ব–ফারিণসহ আরও যাঁরা অভিনয় করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়।