মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ করেছে সালমা বেগমসহ তার শরিকরা। আদালতের আদেশ অমান্য করে উপজেলার তেলিখালী মৌজার সিএস ১৪২ নং খতিয়ানের এসএ ৫২৭ নং খতিয়ানে বিআর এস ৭৮৯, ৭২৫, ৭৯৬ ও ১৪৮০ নং খতিয়ানে এসএ ৬৪৭ দাগে বিআরএস ১৩৬৫ দাগের ৬ একর  জমি নিয়ে বিরোধ চলে আসছে উপজেলার রতনপুর ইউনিয়নের তেলিখালী গ্রামের আবু জাফর গাজীর স্ত্রী সালমা বেগমের সাথে পীরগাজন গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে মোঃ আব্দুল ওহাব এর। বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পি ১৭৭৯/২৪ নং মামলা দায়ের করেন সালমা বেগম। তিনি দাবী করেন ক্রয়সূত্রে ঐ জমির মালিক হয়ে শান্তিপুর্ণ দখলকার আছেন। আশঙ্কা করছেন যে কোনো সময়ে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। অপরদিকে বিষয়টি নিয়ে মোঃ আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তিনি বলেন জমির মূল মালিকের নিকট থেকে ক্রয় করে মোট ২১ বিঘা জমি আমার দখলে ছিলো। সম্প্রতি অজ্ঞাত শক্তির জোরে মার নামীয় জমি জবরদখল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এদিকে রতনপুর ইউনিয়ন ভুমি সহকারী কমর্কর্তা রেজাউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন প্রোক্তরুপ পর্যালোচনায় তর্কিত তেলিখালী মৌজার বিআরএস ৩১৬৫ দাগের ৬.৩০০০ একর জমি নিয়ে বাদী বিবাদী ও ৩য় পক্ষের মধ্যে একাধীক দেওয়ানি ও আপীল মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকায় দখলী বিষয়ে সুস্পষ্ট মতামত দেওয়া সম্ভবপর হলো না। সবমিলে ঐ সম্পত্তি নিয়ে যে কোনো সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করছে সালমা বেগম, গোলাম রব্বানী, আকছেদুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় সচেতন মহল।

মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ



উৎপল কুমার, মান্দা, নওগাঁ।

নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্দ্যেগে ১০০ পরিবারকে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সমগ্রীর মধ্যে ছিল,শাড়ী, লুঙ্গি, চাল, তেল, সেমাই, চিনি, দুধ ও সাবান।

আজ (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে চককামদেব বালিকা বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মান্দা থানা অফিসার ইনচার্জ মনসুর রহমান, অধ্যক্ষ আঃ জলিল, সাবেক প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উপদেষ্টা মো. রেজাউল মাষ্টার, আব্দুস সামাদ, মো. মোফাজ্জল হোসেন, মো. সোহবার হোসেন টুটুল, মো. আকতার হোসেন, মো. সোহেল রানা প্রমুখ।

পরে ফাউন্ডেশনের উদ্যোগে সকল সদস্য, উপদেষ্টা ও সম্মানিত অতিথিদের মধ্যে সম্মানিত ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নওগাঁ,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



মহসিন রেজা 

নওগাঁর "নিয়ামতপুর উপজেলা  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর উপজেলা শাখার  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে দোয়া ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর  শাখার সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার  সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,নিয়ামত পুর থানা অফিসার ইনচার্জ  হাবিবুর  রহমান, প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,নিয়ামত পুর থানার সাব ইন্সপেক্টর চাঁদ আলী , মুন্সি রাজিবসহ আরো বেশ কয়েকজন এসআই ও এএসআই উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।এছাড়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সাংবাদিক নেতৃবৃন্দ,  সফিকুল ইসলাম , জাহাঙ্গীর আলম, জুলিয়াস হোসাইন, এস আর সাকিল, মোহাইমেনুল, সোনজিত, সেলিম রেজা, মেহেদী হাসান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ।

ইফতার ও দোয়া  মাহফিলে দেশ ও জাতির উদ্দেশে   দোয়া  করা হয়।

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহসেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর খুরশেদুল আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুববিভাগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাংবাদিক নজরুল ইসলাম, বুলবুল হোসেন, রেজাউল ইসলাম, রায়হান আলী প্রমুখ।

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 


বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর নুরে জান্নাত জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওঃ আব্দুস সামাদ,উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওঃ আব্দুল মোমেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ নুরুল ইসলাম, মাস্টার সালাউদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম বাবুল, জামায়াতের নেতা ওমর ফারুক, মাওঃ আনিসুর রহমান, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু সাঈদ মোড়ল,মনিরুল ইসলাম মন্টু প্রমূখসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন

  


আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা 

কালিগঞ্জে জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া চৌমুহনীস্থ রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে, সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাষ্টার সফিকুল আলম। সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আজিজুর রহমান। দিনব্যাপী সম্মেলনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআন পরবর্তি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এছাড়াও উক্ত কর্মশালায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।

মান্দায় জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্দায় জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী যুবদল ১৪ নং বিষ্ণুপুর  ইউনিয়নের উদ্যোগে দাসপাড়া কলেজ  মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উক্ত ইফতার মাহফিলে ১৪ নাম্বার বিষ্ণুপুর  ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আফতাব উদ্দিন এর  সভাপতিত্বে ও   জালাল উদ্দিন  এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক সাদেকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি যুবদলের আবুল কালাম আজাদ, যুবদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আব্দুল্লাহিল কাফি  সাবেক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,তরিকুল ইসলাম,  সহ মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মান্দায় ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান; স্থানীয়দের ক্ষোভ

মান্দায় ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান; স্থানীয়দের ক্ষোভ

 


উৎপল কুমার,মান্দা , নওগাঁ 

নওগাঁর মান্দায় 'শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ' লেখা চালের বস্তা বিতরণ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ থেকে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের বস্তায় শেখ হাসিনা নামের ওই স্লোগানটি দেখা যায়।


অভিযোগ উঠেছে খাদ্য কর্মকর্তার খামখেয়ালি দায়সারা মনোভাবের কারণে এরকম একটা বিতর্কিত কাজ করা হয়েছে। তাই এমন কর্মকান্ডর জন্য স্থানীয়রা দাবি তুলেছেন খাদ্য পরিদর্শক এমরানের  বিচার হওয়া উচিত।


অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের জন্য খাদ্য গুদাম থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ গুলোতে পাঠানো হয়। প্রায় সবগুলো চালের বস্তার ওপরেই চোখে পড়ছে বিতর্কিত হাসিনা নামের সেই স্লোগান। এ নিয়ে পরিষদে চলছে আলোচনা-সমালোচনা। ছড়িয়ে পড়ে উপজেলা থেকে জেলা শহরেও। 


সরেজমিনে গিয়ে (১৭, ১৮ মার্চ) দেখা যায়, উপজেলার প্রসাদপুরে ২হাজার ৬জন, বিষ্ণুপুরে এক হাজার ৮ শত ৫২ জন ও কাশোঁপাড়া ইউনিয়নে ২ হজার ৪৪ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু খাদ্য গুদাম থেকে পাঠানো ৩০ কেজি ওজনের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান দেখা যায়। অবশ্য মাঝে মাঝে দু-একটি বস্তায় শেখ হাসিনার নাম কালো কালির স্প্রে দিয়ে দায়সারাভাবে ঢেকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হলেও তাতে ফল হয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা নামের সেই স্লোগান। এবং অধিকাংশ স্থানের বস্তায় লেখা বিদ্যমান ছিলো। 


জানা যায়, পটপরিবর্তনের পর বিতরণকৃত চালের বস্তায় লেখা 'শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ' এই স্লোগানটি সারাদেশে ব্যবহার না করা এবং কালো কালি দিয়ে মুছে ফেলার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়। কিন্তু পরিবর্তন বা কালো কালি ব্যবহার না করেই সেই বিতর্কিত লেখা চালের বস্তা পাঠানো হয়েছিল স্ব স্ব ইউনিয়ন পরিষদে। অবশ্য শেখ হাসিনা সরকারের সময় বিতরণকৃত সকল বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান লেখা ছিল। 


এদিকে মন্তব্য নেওয়ার জন্য দুই দিন ঘুরেও মন্তব্য দেননি খাদ্য কর্মকর্তা এমরান। উল্টো দাম্ভিকতা দেখিয়ে অজুহাত দেখালেন উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি লাগবে। তবে মৌখিক অনুমতি দিলেও হবেনা, তাকে দিতে হবে লিখিত অনুমতি সরেজমিনে গেলে এমনভাবেই বলেন তিনি। একসময় তিনি বলেন, আমার কোন বক্তব্য নেই, আপনারা যা পেয়েছেন সেটা লিখতে পারেন।


মান্দা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. আসমা খাতুন  বলেন, এই ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি দেখতে এসেছিলাম। কিন্তু বস্তায় হাসিনার যে স্লোগান লেখা দেখা যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। এটা কখনও মেনে নেওয়া যায় না। দেশ থেকে হাসিনা বিতাড়িত হলেও এখন পর্যন্ত তার প্রেতাত্মা ও দোসররা বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছা। 


প্রসাদপুর ইউনিয়নে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মো. নাজমুল হুদা  বলেন, আমি ইউএনও অফিসে এসেছি। বিষয়টি খাদ্য কর্মকর্তা ও জেলা প্রশাসনের নজরে এসেছে। এটি ভুল বোঝা বুঝির কারণ। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।


প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন বলেন, আমি চালের বস্তায় স্লোগান সম্বলিত লেখাটি দেখতে পেয়ে হতভম্ব হয়েছি। এসব গাফিলতি স্বয়ং জেলা, উপজেলা খাদ্য কর্মকর্তার। এছাড়া পিআইও'র পাশাপাশি ইউএনও কেউ এর দায়ভার এড়াতে পারেন না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।


জানতে চাইলে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম মুঠোফোনে  বলেন, এই বিষয়ে আমার কোনপ্রকার দায় নেই। আমার কাজ শুধু বরাদ্দের ডিও দেওয়া। আর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কিভাবে কোন বস্তায় চাল দিবেন সেটা তার ব্যাপার। 


এ বিষয়ে মান্দা প্রসাদপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে গিয়ে খাদ্য পরিদর্শক ইমরান আহম্মেদকে না পাওয়ায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তায় গাড়িতে আছি অফিসে গিয়ে কথা বলবো। পরে তিনি এসে সাক্ষাৎকার না দিয়ে উল্টো দাম্ভিকতা দেখিয়ে অজুহাত দেখান যে উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি লাগবে। এমন মন্তব্য করেন তিনি।


নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকারের মুঠোফোনে (01717585175) গত দুই দিন থেকে ফোন দিয়েও তার মন্তব্য পাওয়া যায় নি। 


একইভাবে ফোন রিসিভ করেননি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

মান্দায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিও মন্দির পরিদর্শন।

মান্দায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ জিও মন্দির পরিদর্শন।

 


উৎপল কুমার ,মান্দা, উপজেলা প্রতিনিধি।


মান্দায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব শাহ আলম মিয়া প্রসাদপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির পরিদর্শন করেন। এ সময় উনার সঙ্গেউপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম।

পরিদর্শনের সময় উনার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসাদপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী মনোজিৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক শ্রী অনুপ কুমার মহন্ত, কোষাধ্যক্ষ শ্রী প্রভাত মজুমদার ,শ্রী মিলন মজুমদার ,শ্রী শ্যামলেন্দু কুমার দাস ,শ্রী অরুন কুমার সরকার , শ্রী দেবদুলাল চক্রবর্তী, শ্রী রতন কুমার দাস, উৎপল কুমার মন্ডল দুলাল কুমার মন্ডল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং মন্দিরের সমস্যাগুলো শোনেন এবং  কেন্দ্রীয় মন্দিরের সার্বিক উন্নয়নের সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান পরিচালনা করবেন বলে এলাকার জনগণকে আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সকলের সুখ শান্তি কামনা করে মন্দির ত্যাগ করেন

বিতর্কিত রায়ের বিরুদ্ধে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিতর্কিত রায়ের বিরুদ্ধে নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 


 মহসিন রেজা 

 

হাইকোর্টের সাম্প্রতিক একটি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৯ মার্চ) সকাল ৯টায়  ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, হাইকোর্টের রায়ের ফলে তাদের চাকরির সুযোগ সংকুচিত হয়ে যাবে। রায়ে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০% পদ নন-টেকনিক্যাল বা অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য সংরক্ষণ করা হবে এবং তাদের ‘জুনিয়র ইন্সট্রাক্টর’ হিসেবে পদোন্নতি দেওয়া হবে। সাধারণত, এই পদ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। ফলে ভবিষ্যতে ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য চাকরির শূন্যপদ ৩০% কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, "আমরা চার বছর ধরে কঠোর পরিশ্রম করে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করি। অথচ আমাদের জন্য নির্ধারিত পদ কমিয়ে নন-টেকনিক্যালদের পদোন্নতি দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য অন্যায় ও অবিচার।"

 

শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। তারা ঘোষণা দেন, অবিলম্বে এই রায় বাতিল করা না হলে কঠোর আন্দোলনে যাবেন। শিক্ষার্থীরা ইতোমধ্যে মিড টার্ম পরীক্ষা ও নিয়মিত ক্লাস বর্জন করেছেন। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, "ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির নিশ্চয়তা না থাকলে ভবিষ্যতে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ কমে যাবে। এতে দেশের শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে।

 

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান, নন-টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরদের অপসারণ করে ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য পদ সংরক্ষিত রাখতে হবে। তাদের দাবি, হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে হলে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়া উচিত।

 

শিক্ষার্থীরা দ্রুত রায়ের পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।