বুধবার, ২৬ মার্চ, ২০২৫

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নওগাঁয় ৬ শ্রমিক হাসপাতালে

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নওগাঁয় ৬ শ্রমিক হাসপাতালে

 


মহসিন রেজা 

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয়জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত ভুক্তভোগীদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির শিকার হয়েছেন।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকায় একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, “উদ্ধারকৃতদের মধ্যে একজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। তিনি অস্পষ্টভাবে জানিয়েছেন, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে কোনো একসময় তাদের কলা, পানি ও রুটি খাওয়ানো হয়। এরপর আর কিছু মনে নেই।”

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এসআই হারুন রশিদ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আনার পরপরই ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অজ্ঞান পার্টির এমন সক্রিয়তায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক ১

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক ১

 


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রার নোটসহ আবু হাসান রাজু (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চর যমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চর যমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।পাউখালী সেনা ক্যাম্প সূত্র জানান, আবু হাসান একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আবু হাসান রাজুকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন নোট উদ্ধার করা হয়।বুধবার (২৫মার্চ) জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

 


উৎপল কুমার, মান্দা, নওগাঁ।

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ৩০০ জন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

রাণীনগর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রিক্সা ও ভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলম।


পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।


প্রধান আলোচক ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নর উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস ও উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।

নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের মার্কেট মনিটরিং ।

নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের মার্কেট মনিটরিং ।

 


উৎপল কুমার, মান্দা, নওগাঁ 

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর  উপলক্ষে অদ্য ২৩ মার্চ ২০২৫ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় মার্কেট সরেজমিনে পরিদর্শন করেন।


পুলিশ সুপার মহোদয় সরেজমিনে পরিদর্শনকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,  যানজট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ জনসাধারণের ভোগান্তির কারণ হয় এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বপূর্ণ আচরণের জন্য তিনি  আহবান জানান। 


 শহরের যানজট নিরসন ও  যানচলাচল নির্বিঘ্ন করনের লক্ষে ফুটপাত ও সড়কে  শৃঙ্খলা বজায় রাখা জন্য তিনি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান। 


ঈদকে কেন্দ্র করে যাতায়াতের ক্ষেত্রে যেন অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখা এবং আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে উৎসবমুখরভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।


মার্কেট পরিদর্শন শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নওগাঁ জেলা শাখা এর উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


এ সময় নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের পল্লীতে মৎস্যঘের জবর দখল করার আশঙ্কার অভিযোগ করেছে সালমা বেগমসহ তার শরিকরা। আদালতের আদেশ অমান্য করে উপজেলার তেলিখালী মৌজার সিএস ১৪২ নং খতিয়ানের এসএ ৫২৭ নং খতিয়ানে বিআর এস ৭৮৯, ৭২৫, ৭৯৬ ও ১৪৮০ নং খতিয়ানে এসএ ৬৪৭ দাগে বিআরএস ১৩৬৫ দাগের ৬ একর  জমি নিয়ে বিরোধ চলে আসছে উপজেলার রতনপুর ইউনিয়নের তেলিখালী গ্রামের আবু জাফর গাজীর স্ত্রী সালমা বেগমের সাথে পীরগাজন গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে মোঃ আব্দুল ওহাব এর। বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পি ১৭৭৯/২৪ নং মামলা দায়ের করেন সালমা বেগম। তিনি দাবী করেন ক্রয়সূত্রে ঐ জমির মালিক হয়ে শান্তিপুর্ণ দখলকার আছেন। আশঙ্কা করছেন যে কোনো সময়ে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। অপরদিকে বিষয়টি নিয়ে মোঃ আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তিনি বলেন জমির মূল মালিকের নিকট থেকে ক্রয় করে মোট ২১ বিঘা জমি আমার দখলে ছিলো। সম্প্রতি অজ্ঞাত শক্তির জোরে মার নামীয় জমি জবরদখল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এদিকে রতনপুর ইউনিয়ন ভুমি সহকারী কমর্কর্তা রেজাউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন প্রোক্তরুপ পর্যালোচনায় তর্কিত তেলিখালী মৌজার বিআরএস ৩১৬৫ দাগের ৬.৩০০০ একর জমি নিয়ে বাদী বিবাদী ও ৩য় পক্ষের মধ্যে একাধীক দেওয়ানি ও আপীল মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকায় দখলী বিষয়ে সুস্পষ্ট মতামত দেওয়া সম্ভবপর হলো না। সবমিলে ঐ সম্পত্তি নিয়ে যে কোনো সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করছে সালমা বেগম, গোলাম রব্বানী, আকছেদুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় সচেতন মহল।

মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ



উৎপল কুমার, মান্দা, নওগাঁ।

নওগাঁর মান্দায় প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্দ্যেগে ১০০ পরিবারকে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সমগ্রীর মধ্যে ছিল,শাড়ী, লুঙ্গি, চাল, তেল, সেমাই, চিনি, দুধ ও সাবান।

আজ (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে চককামদেব বালিকা বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি আল আমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মান্দা থানা অফিসার ইনচার্জ মনসুর রহমান, অধ্যক্ষ আঃ জলিল, সাবেক প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উপদেষ্টা মো. রেজাউল মাষ্টার, আব্দুস সামাদ, মো. মোফাজ্জল হোসেন, মো. সোহবার হোসেন টুটুল, মো. আকতার হোসেন, মো. সোহেল রানা প্রমুখ।

পরে ফাউন্ডেশনের উদ্যোগে সকল সদস্য, উপদেষ্টা ও সম্মানিত অতিথিদের মধ্যে সম্মানিত ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নওগাঁ,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



মহসিন রেজা 

নওগাঁর "নিয়ামতপুর উপজেলা  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর উপজেলা শাখার  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে দোয়া ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর  শাখার সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর উপজেলা শাখার  সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,নিয়ামত পুর থানা অফিসার ইনচার্জ  হাবিবুর  রহমান, প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,নিয়ামত পুর থানার সাব ইন্সপেক্টর চাঁদ আলী , মুন্সি রাজিবসহ আরো বেশ কয়েকজন এসআই ও এএসআই উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।এছাড়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সাংবাদিক নেতৃবৃন্দ,  সফিকুল ইসলাম , জাহাঙ্গীর আলম, জুলিয়াস হোসাইন, এস আর সাকিল, মোহাইমেনুল, সোনজিত, সেলিম রেজা, মেহেদী হাসান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ।

ইফতার ও দোয়া  মাহফিলে দেশ ও জাতির উদ্দেশে   দোয়া  করা হয়।

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহসেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর খুরশেদুল আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুববিভাগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাংবাদিক নজরুল ইসলাম, বুলবুল হোসেন, রেজাউল ইসলাম, রায়হান আলী প্রমুখ।

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 


বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ মার্চ বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর নুরে জান্নাত জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওঃ আব্দুস সামাদ,উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওঃ আব্দুল মোমেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ নুরুল ইসলাম, মাস্টার সালাউদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির নেতা সিরাজুল ইসলাম বাবুল, জামায়াতের নেতা ওমর ফারুক, মাওঃ আনিসুর রহমান, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ আব্দুর রশিদ, ইউপি সদস্য আবু সাঈদ মোড়ল,মনিরুল ইসলাম মন্টু প্রমূখসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন

কালিগঞ্জে জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন

  


আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা 

কালিগঞ্জে জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া চৌমুহনীস্থ রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে, সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাষ্টার সফিকুল আলম। সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আজিজুর রহমান। দিনব্যাপী সম্মেলনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআন পরবর্তি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জন্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা। এছাড়াও উক্ত কর্মশালায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।