সর্বশেষ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মান্দায় সচিবকে হত্যার হুমকি দেয়ায় ইউপি সদস্যকে বরখাস্ত

মান্দায় সচিবকে হত্যার হুমকি দেয়ায় ইউপি সদস্যকে বরখাস্ত

 


 উৎপল কুমার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন পরিষদের সচিবকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদানের অপরাধে ওই ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম (অবাক) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী-সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন অপসারণের প্রজ্ঞাপনটি হাতে পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, উপজেলার মান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. মিজানুর রহমানকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদান করার অভিযোগে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে কর্তৃপক্ষ মনে করে। সেহেতু ৩ নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম (অবাক) কে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

এই আদেশ যথার্থ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে। 

প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি মান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিবকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদান করা হয়। এরপর সচিব মো. মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ঘটনার বিচার চেয়ে আবেদন করেন। এরপর এ ঘটনার তদন্ত করা হয়। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।


বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিশ গৌরীপুর উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিশ গৌরীপুর উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া, 

বাংলাদেশ খেলাফত মজলিশ এর নব গঠিত গৌরীপুর উপজেলা ও পৌর কমিটির পরিচিতি ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত  হয়েছে।  বৃহস্পতিবার (১০ এপ্রিল ) বিকেলে নেক্সাস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আজিমুদ্দিন শাহ জামালী সহ সভাগতি জেলা শাখা,বিশেষ অতিথি মাওলানা মুস্তাকিম বিল্লাহ জেলা উপদেস্টা,স্বাগত বক্তব্য রাখেন মোঃ আলিম উদ্দিন সাধারন সম্পাদক উপজেলা ও সহ-সভাপতি জেলা শাখা, হাফেজ মতিউর রহমান সভাপতি পৌর শাখা,মাওলানা সাইফুল্লাহ রাহমানী সভাপতি যুব মজলিশ সহ বিভিন্ন পর্য্যায়ের নেতৃবৃন্দ।

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 কালিগঞ্জে ভাইরাসে আক্রান্ত বাগদা চিংড়ী ঘের পরিদর্শন করলেন (ইউএনও)

কালিগঞ্জে ভাইরাসে আক্রান্ত বাগদা চিংড়ী ঘের পরিদর্শন করলেন (ইউএনও)




এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কালিগঞ্জে ভাইরাসে আক্রান্ত বাগদা চিংড়ি ঘের পরিদর্শন ও চাষীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। সোমবার (৭ এপ্রিল-২৫) বেলা ১২ টায় শ্রীকলা যুব উন্নয়ন সোসাইটি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন পরিকল্পনা মাফিক ঘের পরিচর্যা থেকে শুরু করে মৎস্য চাষ করলে চাষি কম ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। সেলক্ষে আপনাদের কাজ করতে হবে।

তিনি বলেন কোন কিছু বুঝে উঠার আগে প্রায়ই ঘেরে বাগদা চিংড়ী মারা যাচ্ছে। চাষীরা প্রতিকার করার কোন সময় পাচ্ছেনা আবার কোন ঔষধেও কাজ হচ্ছেনা, মাছ মরে পঁচে যাচ্ছে। একারনে আমি শ্রীকলা, তুলাকাটি ও দক্ষিন শ্রীপুর এলাকার ক্ষতিগ্রস্ত মৎস্যঘের পরিদর্শন ও আপনাদের সাথে মতবিনিময় করতে এসেছি।কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, একটি ঘেরে মাছ মরছে, সেই ঘেরের পানি ও দুর্গন্ধ ছড়ানো মাছসহ নালা বা খালে ফেলছেন। ঐ বিষাক্ত ও জীবানুযুক্ত পানি অন্য মৎস্যঘেরে উঠাচ্ছেন। ফলে নতুন নতুন ঘের ভাইরাসে আক্রান্ত হচ্ছে চাষীরা সর্বশান্ত হচ্ছে। এজন্যে আমাদের সচেতন হতে হবে এবং প্রশিক্ষণ গ্রহন করতে হবে। আমি খুব দ্রæত আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। অবশ্যই আপনারা উপকৃত হবেন।মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা মোঃ তৌকির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সদস্য মোঃ ইশারাত আলীসহ শতাধিক মৎস্য চাষী ও সূধীবৃন্দ। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ বিলে বাগদা ঘেরে মৌসুমের শুরুতে চিংড়ী মাছে মড়কের ফলে উপজেলায় বাগদা চাষীদের মারাত্বক লোকসানের মুখে পড়েছে। চাষীরা চরম হতাশ এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানাগেছে, প্রায় ১৫ হাজার ঘেরের আয়তন ১৬"শ হেক্টর। এবছরে সাড়ে ৬ হাজার মেট্রিক টন চিংড়ী মাছ উৎপাদন হওয়ার কথা। সে হিসেবে হেক্টর প্রতি ৪'শ কেজি বাগদা উদপাদন লক্ষ্যমাত্রা চাষীদের। কিন্তু এবার মৌসুমে বড় ধরনের ধাক্কা খেলো বাগদা চাষীরা। সেকারনে কালিগঞ্জ উপজেলায় বাগদা উৎপাদন লক্ষ মাত্রা অর্জন সম্ভব হবেনা সেকারনে চাষীরা মারাত্বক আর্থিক ক্ষতির মুখে পড়বে।

শ্রীকলা গ্রামের মৎস্যচাষী মহব্বত আলী বলেন, আমাদের ঘের ভাইরাসে আক্রান্ত, মাছ মরেছে গেছে। তরপরেও আমাদের ঘেরে পানি উঠানামার খাল মুক্ত নয়। দখলবাজরা দখল কওে আছে। পানি প্রবাহ উন্মুক্ত করা না হলে আমাদের ঘেরে প্রয়োজনীয় সময় আমরা ঠিকমতো পানি উঠানামা করতে পারবোনা। সিংহের মেদে বড়খাল, ঘোজা ডাঙ্গা খাল ও মদিনার দরগাহ খাল অবমুক্ত হলে এলাকার ৩০ টি বিলের ৫ হাজার বাগদা চিংড়ী চাষী বেঁচে যাবে। 

এসময় সকল মৎস্য চাষী নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর কাছে খাল অবমুক্ত করার দাবী জানান। নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল মৎস্য চাষীদের কথা মনোযোগ সহকারে শোনেন।

শ্রীকলা, ঠেকরা রহিমপুর, তুলাকাটি, দক্ষিণ শ্রীপুর, বেড়াখালী সহ আশপাশের দুইশত মৎস্য চাষীদের মধ্যে আব্দুর রহমান বলেন আমাদের খাল অনেক সরু হয়ে গেছে। আমাদের খাল খনন করে পানি উঠানামার সঠিক ব্যবস্থা করা হয় তবে বর্ষার সময় জলাবদ্ধতা হবেনা এবং মৎস্য ঘের ডুবে যাবেনা। আমরা উন্মুক্ত পরিবেশে বাগদা চিংড়ী চাষ করতে চাই। আপনারা আমাদের সেই পরিবেশ করে দেন। আপনি নিজে দেখেছেন মাছ মরার দৃশ্য। আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে বাগদা চিংড়ী চাষ করতে পারবোনা।কাজী আব্দুল হালিম বলেন আমি দীর্ঘদিন ধরে ঘের করছি। স্যার আমাদের সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা করে দেন যাতে আমরা ঋণগ্রস্ত না হই। আমাদের শতভাগ ঘের ভাইরাসে আক্রান্ত এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত। এসময় উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা মোঃ তৌকির আহমেদ বলেন, আমরা আপনাদের ঘেরের পানি ও মাটি পরীক্ষা করবো। পাশাপাশি আপনাদের পাশে থেকে যাতে আপনারা বাগদা চিংড়ী চাষ করে লাভবান হন সে ব্যাপারে সচেষ্ট থাকবো। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল মৎস্য চাষীদের সাথে মতবিনিময় কালে বলেন আমরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের প্রশিক্ষনের ব্যবস্থা করবো। খালের পানি যাতে অবাধে প্রবাহিত হয় সেব্যাপারে আমি পদক্ষেপ নেব। সিংহের মেদে খাল দিয়ে যাতে অবাধে পানি উঠানামা করতে পারে সে লক্ষে একটি কালভাট অবশ্যই করা হবে। আপনারা আশাহত হবেননা। আপনারা জাতীয় উন্নয়নে সরাসরি অবদান রাখছেন। একারনে আপনাদের সমস্যার সমাধান আগে সমাধান করার চেষ্টা করবো। সাথে সাথে খালের পানি যাতে অবাধে উঠানামা করতে পারে সেলক্ষে কাজ করবো।


মান্দায় ছাত্রীকে বাল্যবিয়ে করে ভাইরাল প্রধান শিক্ষককে বাঁচানোর পাঁয়তারা

মান্দায় ছাত্রীকে বাল্যবিয়ে করে ভাইরাল প্রধান শিক্ষককে বাঁচানোর পাঁয়তারা


মহসিন রেজা :

নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে বাল্যবিয়ে করে ভাইরাল হওয়া নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনকে বাঁচানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা বললেও তা অস্বীকার করছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

উপজেলা প্রশাসনের পদস্থ দুই কর্মকর্তার দু’ধনের বক্তব্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত প্রধান শিক্ষক আকরাম হোসেনকে এসব দায় থেকে বাঁচানোর পাঁয়তারা করা হচ্ছে। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

বাল্যবিয়ের শিকার ওই ছাত্রীর নাম দোলা আক্তার। মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় থেকে দোলা আক্তার এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। জন্মসনদ অনুযায়ী তার বয়স হচ্ছে ১৬ বছর ৬ মাস। গত ২৬ মার্চ তাকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আকরাম হোসেন। তিনি হাজীগোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডলের ছেলে।    

এদিকে ছাত্রী দোলা আক্তারকে বাল্যবিয়ে করার সংবাদ প্রকাশ হয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করে প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণসহ বিচার দাবি করেন। ইউএনওর কাছে অভিযোগও দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন বলেন, সাড়ে ১৬ বছর বয়সী ছাত্রীকে বাল্যবিয়ে করেছেন প্রধান শিক্ষক আকরাম হোসেন। ঘটনার ১১দিন পেরিয়ে গেলেও ওই শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে টাকা দিয়ে ম্যানেজ করার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রধান শিক্ষক নিজেই যদি বাল্যবিয়ে করেন তাহলে সমাজ থেকে বাল্যবিয়ে দুর হবে কীভাবে।

জানতে চাইলে বাশিস নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন বলেন, ‘মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের ঘটনাটি নিয়ে আমরা শিক্ষক সমাজ বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম বলেন, এখন পর্যন্ত এ ধরণের কোনো চিঠি পাইনি। পেলে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।


বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল

কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল

 


কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষকদল কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (২৬ মার্চ) বিকেলে নলতা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ওসমান আলীর সভাপতিত্বে ও কৃষকদলের সেতা হাবিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, এসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (এ্যাব) এর সহ-সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় কো- অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো: আইয়ুব হোসেন (মুকুল)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউপি সদস্য মো: আবুল কালাম গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক মির্জা আছাদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান এবং আবুল কালাম আজাদ, নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার শাহীনুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ

 


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক পরিবার ও অসুস্থ সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ-২৫) সকাল ১১টায় প্রেসক্লাব হল রুমে, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির  নেতৃবৃন্দ, সন্মানিত সদস্যমন্ডলী সহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক বৃন্দের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। এমনিভাবে প্রতিবছর সাংবাদিকদের কল্যাণে ঈদ উপহার ও ঈদ সামগ্রী প্রদান করা হবে বলে জানান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সম্পাদক

বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মান্দায় জাতীয়তাবাদী ওয়ার্ড বিএনপি,  শ্রমিক দল ও ছাত্রদল   ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্দায় জাতীয়তাবাদী ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল ও ছাত্রদল ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী বিএনপি,  শ্রমিক দলের, ছাত্র  দলের ১১ নং  কালিকাপুর  ইউনিয়নের উদ্যোগে ছোটমুল্লুক ফুটবল খেলার  মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার   বিকালে উপজেলার ফুটবল খেলার  মাঠে  এ আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।   জাতীয়তাবাদী বিএনপি'র ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের সাবেক   সভাপতি কহিম উদ্দিনের এর  সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,     ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের  সাবেক সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন,  আফজাল হোসেন, মিজানুর রহমান,  আনিসার রহমান, আখেরুজ্জামান সেলিম সাবেক সাংগঠনিক সম্পাদক তেতুলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

অবশেষে সেই ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক

অবশেষে সেই ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক

 


মান্দা প্রতিনিধি :

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই ছাত্রীকে বিয়ে করলেন নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন।

আজ বুধবার একই প্রতিষ্ঠানের এবারের এসএসসি পরীক্ষার্থী দোলা আক্তারকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে তাকে ঘরে তোলেন। এ ঘটনা প্রকাশ হয়ে পড়ায় ব্যাপক তোলপাড়া শুরু হয়েছে এলাকাজুড়ে।

প্রধান শিক্ষক আকরাম হোসেন হাজীগোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডলের ছেলে। অভিযোগে উঠেছে বাবা মুক্তিযোদ্ধা এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি হওয়ায় সবধরণের অপরাধ করেও পার পেয়ে যান তিনি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আকরাম হোসেন এর আগেও একই প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী রিনা আক্তার পুতুলকে দ্বিতীয় বিয়ে করেন। সেই সময় দ্বিতীয় স্ত্রী পুতুলকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছিল প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসি ফুঁসে উঠেন। পরে ধামাচাপা দিতে পুতুলকে দ্বিতীয় বিয়ে করে সে যাত্রায় রক্ষা পান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আকরাম হোসেনের সঙ্গে শিক্ষার্থী দোলা আক্তারকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে প্রতিষ্ঠানে একাধিক বৈঠকও হয়। বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদও প্রকাশ হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক আকরাম এসবের তোয়াক্কা না করে ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যান। প্রধান শিক্ষকের এসব আচরনের কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়াসহ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, প্রধান শিক্ষক আকরাম হোসেনের বাবা মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল এই প্রতিষ্ঠানের সভাপতি। এ কারণে বাবার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করেও তিনি পার পেয়ে যান। বারবার ছাত্রী কেলেঙ্কারীর ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রধান শিক্ষকের চরিত্রগত সমস্যায় ছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা।

স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি বলেন, গতকাল মঙ্গলবার সকালে ছাত্রী দোলাকে প্রধান শিক্ষক আকরামের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনের বাসায় তুলে দেন তার অভিভাবকেরা। এর পর থেকে দোলা সেখানেই অবস্থান করছিলেন। উপায়ান্ত না থাকায় আজ বুধবার তাকে সামাজিকভাবে বিয়ে করেন আকরাম হোসেন।

ছাত্রীকে তৃতীয় বিয়ে করা প্রসঙ্গে প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ছাত্রী দোলাকে আমি সামাজিকভাবে বিয়ে করেছি। তাকে অনেক আগেই বিয়ে করতাম। কিস্তু বয়স সমস্যার কারণে করিনি। আমি একাধিক বিয়ে করতেই পারি। এখানে কারো কিছুই আসে যায় না।#

কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত



এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

কালিগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে দক্ষিণ শ্রীপুরে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ২৬ মার্চ বেলা ৩ টার সময় উপজেলার শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় কালিগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাহউদ্দিনের সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাসিরউদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলার জামায়াতের ইউনিট সদস্য ডা আসাদুল্লাহ,জামায়াত নেতা ওমর ফারুক প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন যাকাত আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হলো, পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। যাকাত মালকে পবিত্র করে এবং বিভিন্ন ক্ষতি ও কৃপণতা থেকে মানুষকে হেফাজত করে। যাকাত ইসলামের মৌলিক পাঁচ মধ্যে স্তম্ভের মধ্যে পঞ্চম। তাই নির্দিষ্ট পন্থায় কোন মাল (অর্থ) থেকে বিশেষ কোন পদ্ধতিতে আল্লাহর উদ্দ্যেশে যথাযথ পন্থায় ব্যয় করাই যাকাত। যাকাত অস্বীকারকারী কাফের। এ সময়ে  উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুসহ উপজেলা জামায়াত ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মান্দায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

মান্দায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

 


মান্দা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ (বিবিজি) প্রকল্পের রাস্তা সিসিকরণ একটি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে প্রকল্পের অর্ধেক কাজ সম্পন্ন করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে।

ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন কদমতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জায়দুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, নুরুল্লাবাদ ইউনিয়নের বিবিজি প্রথম কিস্তির খাত প্রকল্পে কদমতলী গ্রামে মুক্তিযোদ্ধা জায়দুর রহমানের বাড়ি থেকে আহাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ কাজের অনুমোদন দেওয়া হয় গতবছরের ২৮ নভেম্বর উপজেলা বিজিসিসি কমিটির সভায়। ১৩২ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট চওড়া ওই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ টাকা।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করা হলে মেসার্স জিএস কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি প্রাপ্ত হন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নিজে না করে নুরুল্লাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেনকে দিয়ে করিয়ে নেন।

মুক্তিযোদ্ধা জায়দুর রহমান অভিযোগ করে বলেন, প্রকল্পের নির্ধারিত স্থানে কাজটি বাস্তবায়ন করা হয়নি। এছাড়া অত্যন্ত নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে। ১৩২ ফুট এর স্থানে কাজটি করা হয়েছে মাত্র ৫০ ফুট। অবশিষ্ট কাজ না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন ইউপি সদস্য জামাল হোসেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন বলেন, এসব প্রকল্পে কাজে ত্রুটি-বিচ্যুতি থাকবেই। মোবাইলে বেশি কথা বলা যাবে না। সাক্ষাতে কথা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।