সর্বশেষ

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল

কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল

 


কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষকদল কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (২৬ মার্চ) বিকেলে নলতা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ওসমান আলীর সভাপতিত্বে ও কৃষকদলের সেতা হাবিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, এসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (এ্যাব) এর সহ-সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় কো- অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো: আইয়ুব হোসেন (মুকুল)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউপি সদস্য মো: আবুল কালাম গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক মির্জা আছাদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান এবং আবুল কালাম আজাদ, নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার শাহীনুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ

 


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক পরিবার ও অসুস্থ সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ-২৫) সকাল ১১টায় প্রেসক্লাব হল রুমে, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির  নেতৃবৃন্দ, সন্মানিত সদস্যমন্ডলী সহ উপজেলা এলাকায় কর্মরত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক বৃন্দের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। এমনিভাবে প্রতিবছর সাংবাদিকদের কল্যাণে ঈদ উপহার ও ঈদ সামগ্রী প্রদান করা হবে বলে জানান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সম্পাদক

বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মান্দায় জাতীয়তাবাদী ওয়ার্ড বিএনপি,  শ্রমিক দল ও ছাত্রদল   ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্দায় জাতীয়তাবাদী ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল ও ছাত্রদল ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী বিএনপি,  শ্রমিক দলের, ছাত্র  দলের ১১ নং  কালিকাপুর  ইউনিয়নের উদ্যোগে ছোটমুল্লুক ফুটবল খেলার  মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার   বিকালে উপজেলার ফুটবল খেলার  মাঠে  এ আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।   জাতীয়তাবাদী বিএনপি'র ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের সাবেক   সভাপতি কহিম উদ্দিনের এর  সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,     ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের  সাবেক সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন,  আফজাল হোসেন, মিজানুর রহমান,  আনিসার রহমান, আখেরুজ্জামান সেলিম সাবেক সাংগঠনিক সম্পাদক তেতুলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

অবশেষে সেই ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক

অবশেষে সেই ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক

 


মান্দা প্রতিনিধি :

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই ছাত্রীকে বিয়ে করলেন নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন।

আজ বুধবার একই প্রতিষ্ঠানের এবারের এসএসসি পরীক্ষার্থী দোলা আক্তারকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে তাকে ঘরে তোলেন। এ ঘটনা প্রকাশ হয়ে পড়ায় ব্যাপক তোলপাড়া শুরু হয়েছে এলাকাজুড়ে।

প্রধান শিক্ষক আকরাম হোসেন হাজীগোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডলের ছেলে। অভিযোগে উঠেছে বাবা মুক্তিযোদ্ধা এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি হওয়ায় সবধরণের অপরাধ করেও পার পেয়ে যান তিনি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আকরাম হোসেন এর আগেও একই প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী রিনা আক্তার পুতুলকে দ্বিতীয় বিয়ে করেন। সেই সময় দ্বিতীয় স্ত্রী পুতুলকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছিল প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসি ফুঁসে উঠেন। পরে ধামাচাপা দিতে পুতুলকে দ্বিতীয় বিয়ে করে সে যাত্রায় রক্ষা পান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আকরাম হোসেনের সঙ্গে শিক্ষার্থী দোলা আক্তারকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে প্রতিষ্ঠানে একাধিক বৈঠকও হয়। বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদও প্রকাশ হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক আকরাম এসবের তোয়াক্কা না করে ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যান। প্রধান শিক্ষকের এসব আচরনের কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়াসহ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, প্রধান শিক্ষক আকরাম হোসেনের বাবা মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল এই প্রতিষ্ঠানের সভাপতি। এ কারণে বাবার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করেও তিনি পার পেয়ে যান। বারবার ছাত্রী কেলেঙ্কারীর ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রধান শিক্ষকের চরিত্রগত সমস্যায় ছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা।

স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি বলেন, গতকাল মঙ্গলবার সকালে ছাত্রী দোলাকে প্রধান শিক্ষক আকরামের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনের বাসায় তুলে দেন তার অভিভাবকেরা। এর পর থেকে দোলা সেখানেই অবস্থান করছিলেন। উপায়ান্ত না থাকায় আজ বুধবার তাকে সামাজিকভাবে বিয়ে করেন আকরাম হোসেন।

ছাত্রীকে তৃতীয় বিয়ে করা প্রসঙ্গে প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ছাত্রী দোলাকে আমি সামাজিকভাবে বিয়ে করেছি। তাকে অনেক আগেই বিয়ে করতাম। কিস্তু বয়স সমস্যার কারণে করিনি। আমি একাধিক বিয়ে করতেই পারি। এখানে কারো কিছুই আসে যায় না।#

কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত



এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

কালিগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে দক্ষিণ শ্রীপুরে সিয়াম ও যাকাত শীর্ষক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ২৬ মার্চ বেলা ৩ টার সময় উপজেলার শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় কালিগঞ্জ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাষ্টার সালাহউদ্দিনের সভাপতিত্বে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাসিরউদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলার জামায়াতের ইউনিট সদস্য ডা আসাদুল্লাহ,জামায়াত নেতা ওমর ফারুক প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন যাকাত আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হলো, পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। যাকাত মালকে পবিত্র করে এবং বিভিন্ন ক্ষতি ও কৃপণতা থেকে মানুষকে হেফাজত করে। যাকাত ইসলামের মৌলিক পাঁচ মধ্যে স্তম্ভের মধ্যে পঞ্চম। তাই নির্দিষ্ট পন্থায় কোন মাল (অর্থ) থেকে বিশেষ কোন পদ্ধতিতে আল্লাহর উদ্দ্যেশে যথাযথ পন্থায় ব্যয় করাই যাকাত। যাকাত অস্বীকারকারী কাফের। এ সময়ে  উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টুসহ উপজেলা জামায়াত ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মান্দায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

মান্দায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

 


মান্দা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ (বিবিজি) প্রকল্পের রাস্তা সিসিকরণ একটি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে প্রকল্পের অর্ধেক কাজ সম্পন্ন করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে।

ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন কদমতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জায়দুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, নুরুল্লাবাদ ইউনিয়নের বিবিজি প্রথম কিস্তির খাত প্রকল্পে কদমতলী গ্রামে মুক্তিযোদ্ধা জায়দুর রহমানের বাড়ি থেকে আহাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ কাজের অনুমোদন দেওয়া হয় গতবছরের ২৮ নভেম্বর উপজেলা বিজিসিসি কমিটির সভায়। ১৩২ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট চওড়া ওই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ টাকা।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র আহবান করা হলে মেসার্স জিএস কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি প্রাপ্ত হন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নিজে না করে নুরুল্লাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেনকে দিয়ে করিয়ে নেন।

মুক্তিযোদ্ধা জায়দুর রহমান অভিযোগ করে বলেন, প্রকল্পের নির্ধারিত স্থানে কাজটি বাস্তবায়ন করা হয়নি। এছাড়া অত্যন্ত নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে। ১৩২ ফুট এর স্থানে কাজটি করা হয়েছে মাত্র ৫০ ফুট। অবশিষ্ট কাজ না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন ইউপি সদস্য জামাল হোসেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন বলেন, এসব প্রকল্পে কাজে ত্রুটি-বিচ্যুতি থাকবেই। মোবাইলে বেশি কথা বলা যাবে না। সাক্ষাতে কথা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নওগাঁয় ৬ শ্রমিক হাসপাতালে

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নওগাঁয় ৬ শ্রমিক হাসপাতালে

 


মহসিন রেজা 

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয়জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত ভুক্তভোগীদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির শিকার হয়েছেন।

নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকায় একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, “উদ্ধারকৃতদের মধ্যে একজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। তিনি অস্পষ্টভাবে জানিয়েছেন, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে কোনো একসময় তাদের কলা, পানি ও রুটি খাওয়ানো হয়। এরপর আর কিছু মনে নেই।”

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এসআই হারুন রশিদ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আনার পরপরই ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

অজ্ঞান পার্টির এমন সক্রিয়তায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক ১

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক ১

 


এস এম শাহাদাত বিশেষ প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রার নোটসহ আবু হাসান রাজু (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চর যমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চর যমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।পাউখালী সেনা ক্যাম্প সূত্র জানান, আবু হাসান একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আবু হাসান রাজুকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন নোট উদ্ধার করা হয়।বুধবার (২৫মার্চ) জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

 


উৎপল কুমার, মান্দা, নওগাঁ।

নওগাঁর রাণীনগরে রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ৩০০ জন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

রাণীনগর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রিক্সা ও ভ্যান শ্রমীক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলম।


পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।


প্রধান আলোচক ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নর উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস ও উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।

নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের মার্কেট মনিটরিং ।

নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের মার্কেট মনিটরিং ।

 


উৎপল কুমার, মান্দা, নওগাঁ 

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর  উপলক্ষে অদ্য ২৩ মার্চ ২০২৫ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় মার্কেট সরেজমিনে পরিদর্শন করেন।


পুলিশ সুপার মহোদয় সরেজমিনে পরিদর্শনকালে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,  যানজট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ জনসাধারণের ভোগান্তির কারণ হয় এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বপূর্ণ আচরণের জন্য তিনি  আহবান জানান। 


 শহরের যানজট নিরসন ও  যানচলাচল নির্বিঘ্ন করনের লক্ষে ফুটপাত ও সড়কে  শৃঙ্খলা বজায় রাখা জন্য তিনি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান। 


ঈদকে কেন্দ্র করে যাতায়াতের ক্ষেত্রে যেন অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখা এবং আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে উৎসবমুখরভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।


মার্কেট পরিদর্শন শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নওগাঁ জেলা শাখা এর উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।


এ সময় নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।